কেন Go-To-Market Strategist হওয়া বাংলাদেশের তরুণদের জন্য বড় সুযোগ
ক্যারিয়ার এডভাইস
যেভাবে বিজনেসের ক্ষেত্রে ইন-ডিমান্ড নিশ বেছে নিতে হয় এবং স্যাচুরেটেড মার্কেট এড়িয়ে চলতে হয়, একই কথা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি কেউ ইন-ডিমান্ড, আপওয়ার্ড ট্রেন্ডে থাকা, এবং লো কম্পিটিশনের কোনো স্পেশালাইজড ফিল্ডে ক্যারিয়ার গড়ে তোলে, তাহলে চাকরি পাওয়া সহজ হয়, বেতন তুলনামূলক বেশি পাওয়া যায়, এবং দ্রুত উন্নতির সুযোগ থাকে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি উদীয়মান ও চাহিদাসম্পন্ন স্পেশালাইজেশন হলো SaaS Marketer, আর আরও নির্দিষ্ট করে বললে Go-To-Market Strategist। বর্তমানে প্রোডাক্ট তৈরি অনেক সহজ হয়েছে, এবং এই দিকটিতে একটি বড় ট্রেন্ডও তৈরি হয়েছে। ফলে, প্রায় প্রতিটি SaaS কোম্পানির প্রয়োজন এমন একজন মার্কেটারের, যিনি জানেন কিভাবে প্রথম ১০ জন, তারপর ১০০ জন, এবং শেষ পর্যন্ত ১০০০ জন পেইড ইউজার পাওয়া যাবে। মানে, যিনি প্রোডাক্ট মার্কেট ফিট থেকে শুরু করে স্কেল-আপ পর্যন্ত পুরো স্ট্র্যাটেজি ও এক্সিকিউশনে দক্ষ।
এমন একজন প্রফেশনাল টিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হবেন এবং প্রতিষ্ঠান তাকে বাড়তি মূল্য দিতেই বাধ্য। আমি একেবারে প্রাথমিক পর্যায়ের চাকরির কথা বলছি, অথচ এই ধরনের স্পেশালিস্টদের কর্মক্ষেত্র অনেক বড় হতে পারে। কেউ যদি এক বছর ধরে সুনির্দিষ্টভাবে পড়াশোনা ও স্কিল ডেভেলপমেন্ট করেন, তাহলে এন্ট্রি-লেভেলে চাকরি পাওয়া কঠিন হওয়ার কথা না।